• 23 Jan, 2025

ইমরান খানের নতুন আন্দোলন: বাংলাদেশের অভ্যুত্থান থেকে শিক্ষা

ইমরান খানের নতুন আন্দোলন: বাংলাদেশের অভ্যুত্থান থেকে শিক্ষা

ইমরান খান পিটিআই কর্মীদের উপর চলমান নির্যাতনের প্রতিবাদে প্রবাসীদের রেমিট্যান্স বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে তার এই নতুন আন্দোলন কৌশল আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচিত হচ্ছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার দলের নেতাকর্মীদের উপর চলমান নির্যাতনের প্রতিবাদে প্রবাসী পাকিস্তানিদের রেমিট্যান্স পাঠানো বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে এই পদক্ষেপের ঘোষণা দেন তিনি। বাংলাদেশের ওই আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স বন্ধ রেখে তৎকালীন সরকারকে চাপে ফেলেছিলেন। একই কৌশল অনুসরণ করে পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আন্দোলনে নতুন মাত্রা যোগ করতে চান ইমরান খান।

ইমরান খানের দাবি, কারাবন্দি পিটিআই কর্মীদের মুক্তি এবং ৯ মে’র দাঙ্গা ও ২৬ নভেম্বর পিটিআই কর্মীদের উপর ক্র্যাকডাউনের তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিশন গঠন করা না হলে এই পদক্ষেপ কার্যকর হবে।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ জানায়, ইমরান খানের বোন আলিমা খান সম্প্রতি তার সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর আদিয়ালা জেলের বাইরে তিনি সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেন এবং দাবি করেন, পিটিআই সরকারের পতনের পর দেশটির লাখ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে।

পিটিআই মুখপাত্র জানান, ইমরান খান আইনি ও বিচার প্রক্রিয়ার মাধ্যমেই মুক্তি পাওয়ার অঙ্গীকার করেছেন। তার মুক্তির জন্য কোনো ধরনের চুক্তি বা আপস করা হবে না। আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে সরকারের সঙ্গে আলোচনার বিষয়েও মন্তব্য করেন তিনি। পিটিআই চেয়ারম্যান ওমর আইয়ুব আলোচনার সময় এবং আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

ইমরান খান তার ওপর হওয়া অত্যাচার ক্ষমা করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। পিটিআই’র আলোচনার প্রধান দুটি দাবি হলো ৯ মে এবং ২৬ নভেম্বরের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করা।

এই পদক্ষেপের মাধ্যমে ইমরান খান সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রবাসীদের সহানুভূতি অর্জন করতে চান। আন্দোলনের এই নতুন রূপ পাকিস্তানের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪