ঢাকা বিমানবন্দরে ৩১ বোতল বিদেশি মদ ও ক্রিম উদ্ধার
ঢাকা বিমানবন্দরে ডগ স্কোয়াডের মাধ্যমে ৩১ বোতল বিদেশি মদ ও ৩ কেজি গোরি ক্রিম উদ্ধার করা হয়েছে। মালিক অজ্ঞাত থাকায় মালামাল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজয় দিবসে বঙ্গবন্ধুর নামে ব্যানারকে কেন্দ্র করে পিরোজপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং একজন গ্রেপ্তার হয়েছে।
পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবিপি) প্রক্টর এবং শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি সমর্থিত কিছু লোকজনের বিরুদ্ধে। মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের পর এ হামলার ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুসা খান, ছাত্র ইশতিয়াক আহমেদ এবং তাওহীদ খলিফা আহত হন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে পিরোজপুরের বলেশ্বর ঘাট এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে স্থানীয় একটি হোটেলে নাশতা করার সময় এই হামলা হয়। আহতরা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ঘটনার বিবরণ
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা বিজয় দিবস উপলক্ষে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করতে যান। বিশ্ববিদ্যালয়ের ব্যানারে "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়" লেখা দেখে স্থানীয় বিএনপি সমর্থিত ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করে এবং গালাগাল শুরু করে।
ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার হুমকি দিলে শিক্ষক-শিক্ষার্থীরা নিজেরাই ব্যানার নামিয়ে ফেলেন। এরপর শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় একটি হোটেলে গেলে ওই ব্যক্তিরা সেখানে গিয়ে তাদের ওপর হামলা চালায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে।
আইনি ব্যবস্থা
হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৩০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। থানার ওসি আব্দুস সোবাহান জানান, হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে এবং এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. শহীদুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের নামেই বঙ্গবন্ধুর নাম রয়েছে। ব্যানার থেকে নাম সরিয়ে ফেলার পরও হামলার ঘটনা ঘটেছে। এটি অত্যন্ত দুঃখজনক।”
প্রভাত সময় ২৪
ঢাকা বিমানবন্দরে ডগ স্কোয়াডের মাধ্যমে ৩১ বোতল বিদেশি মদ ও ৩ কেজি গোরি ক্রিম উদ্ধার করা হয়েছে। মালিক অজ্ঞাত থাকায় মালামাল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফরিদপুরের নগরকান্দায় যৌতুক না পেয়ে শ্যালকের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে জার্মান প্রবাসী বাবুল হোসেন মোল্যার বিরুদ্ধে।
সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা থেকে দুটি পাইপ গান, ককটেল ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড।