• 23 Jan, 2025

চিকিৎসার খরচে গরু বিক্রি: আন্দোলনে গুলিবিদ্ধ আরমানের পরিবারের করুণ অবস্থা

চিকিৎসার খরচে গরু বিক্রি: আন্দোলনে গুলিবিদ্ধ আরমানের পরিবারের করুণ অবস্থা

নোয়াখালীর ছাত্র আরমান গুলিবিদ্ধ হয়ে চিকিৎসার অভাবে ভুগছে। পরিবারের শেষ সম্বল গরু বিক্রি করেও চিকিৎসা সম্পূর্ণ হয়নি। মানবিক সহায়তার জন্য আহ্বান জানানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন নোয়াখালীর অষ্টম শ্রেণির ছাত্র আরমান হোসেন। বর্তমানে চিকিৎসা খরচ যোগাতে তার পরিবারকে বিক্রি করতে হয়েছে তাদের শেষ সম্বল, দুধের গরু। তবু আরমানের চিকিৎসা এখনো অসম্পূর্ণ। এ অবস্থায় অর্থের অভাবে চরম সংকটে পড়েছে পরিবারটি।

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের নন্দনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র আরমান গত ১ আগস্ট পরিবারের অজান্তে ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন। ৫ আগস্ট রাজধানীর বংশালে পুলিশের গুলিতে তিনি গুলিবিদ্ধ হন। শরীরে দুইটি গুলি বের করা গেলেও একটি এখনো রয়ে গেছে, যা তার শারীরিক কষ্টের অন্যতম কারণ।

আরমান জানান, "গুলির আঘাতে আমার শরীরে প্রচণ্ড ব্যথা হয়। মাথায় গুলি থাকার কারণে স্বাভাবিক কোনো কাজ করতে পারি না। পরীক্ষার খাতায় ঠিকমতো লিখতে গেলে মাথায় তীব্র যন্ত্রণা শুরু হয়।"

চিকিৎসার খরচ জোগাতে পরিবারের পালিত দুধের গরু ৭৫ হাজার টাকায় বিক্রি করেছেন আরমানের বাবা আনাল হক। তিনি বলেন, "ছেলের মাথায় থাকা গুলি বের করতে গরু বিক্রি করেছি। এখন ঋণের বোঝা বাড়ছে। অথচ আরমান এখনো সারা রাত যন্ত্রণায় ছটফট করে। আমরা চিকিৎসা চালিয়ে যেতে পারছি না।"

আরমানের শিক্ষকেরা বলেন, "আরমান মেধাবী ছাত্র। তবে তার পরিবারের আর্থিক অবস্থা খুবই করুণ। এই কঠিন সময়ে যদি কেউ আরমানের চিকিৎসার খরচ বহনে সাহায্যের হাত বাড়ায়, তাহলে সে পুরোপুরি সুস্থ হতে পারবে।"

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হাসিব আহমেদ বলেন, "আরমান সাহসী একজন তরুণ। তার এই অবস্থা অত্যন্ত বেদনাদায়ক। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করব।"

নোয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার আখিনূর জাহান নীলা বলেন, “আরমানের অবস্থার বিষয়ে আগে জানা ছিল না। এখন সহযোগিতা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে যাচাই-বাছাই করে চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হবে।”

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪