• 10 Mar, 2025

নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় ৬ ডাকাত গ্রেফতার, লুন্ঠিত মালামাল উদ্ধার

নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় ৬ ডাকাত গ্রেফতার, লুন্ঠিত মালামাল উদ্ধার

নওগাঁর পত্নীতলা উপজেলায় বিআরটিসি বাস ও মাইক্রোবাসে এবং পাবনায় ৪০ টি বাসে ডাকাতির ঘটনায় ৬ আত্ম: জেলা ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে পুলিশ এই দুটি ডাকাতির ঘটনায় লুন্ঠিত মোবাইল ফোন, স্বর্ণালংকার ল্যাপটপ সহ অন্যান্য মালামাল এবং ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে ।

Naogaon pic (4)-1

গ্রেফতার ডাকাতদের গতরাতে জয়পুরহাটের কালাই, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও বগুড়ার কাহালু উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে।

নওগাঁ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আজ দুপুর দেড়টার দিকে এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার সাফিউল সারোয়ার এই তথ্য জানান।

পুলিশ সুপার সাফিউল সারোয়ার জানান, গত ২২ ফেব্রুয়ারী রাতে নওগাঁর পত্নীতলায় বিআরটিসি ও ২৮ ফেব্রুয়ারী পাবনায় ৪০ বাসে ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃতরা জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আরো তদন্তের জন্য গ্রেফতারকৃতদের জিঙ্গাসাবাদের জন্য আদালতে রিমান্ড পার্থনা করা হবে বলেও জানান পুলিশ সুপার।