• 23 May, 2025

নওগাঁয় বিদ্যুতের কাজ করতে গিয়ে ৩ তলা থেকে পড়ে এক মিস্ত্রির মৃত্যু

নওগাঁর মহাদেবপুর উপজেলার সিদ্দিকপুর গ্রামে একটি পোলট্রি ফামে বিদ্যুত সংযোগ দিতে গিয়ে ৩ তলা থেকে পড়ে সাব্বির হোসেন (২৪) নামে এক বিদ্য্যুত মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহত সাব্বির হোসেন মহাদেবপুর উপজেলার সফাপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। 

Naogaon-pic-Sabbir-Hossain
 

নিহত সাব্বির হোসেনের সহকর্মী আরাফাত হোসেন জীবন জানান, সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার সিদ্দিকপুর গ্রামের আব্দুল জব্বারের পোলট্রি ফার্মের ৩ তলায় বিদ্যুত সংযোগের কাজ করছিলেন সাব্বির হোসেন ও আরাফাত হোসেনস জীবন। হঠ্যাৎ সাব্বির পা পিছলে ৩তলার ছাদ থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সাব্বির মারা যান।

এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি হাসমত আলী জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে থানায় কোন অভিযোগ করা হয়নি বলেও জানান ওসি হাসমত আলী।