
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন প্রচারণা চালাচ্ছে এবং এ বিষয়ে জাতির সতর্ক থাকা অত্যন্ত জরুরি। তিনি আজ বুধবার সকাল ১০টার দিকে ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম বাংলাদেশের অগ্রগতি ধ্বংসের পাঁয়তারা করছে এবং ভারতও প্রচারণার মাধ্যমে এ প্রক্রিয়ায় সহায়তা করছে। আমাদের বুঝতে হবে, এ ধরনের প্রচারণার মধ্যে লুকিয়ে রয়েছে বড় ধরনের বিপদের ইঙ্গিত। ফ্যাসিবাদের প্রধান পৃষ্ঠপোষক ভারতের অভ্যন্তরে অবস্থান করছে এবং বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে।” তিনি আরও উল্লেখ করেন, “এই বিষয়ে আমাদের সতর্ক না থাকলে জাতি হিসেবে আমরা বড় ধরনের সংকটের সম্মুখীন হব।”
ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার সম্পর্কে তিনি বলেন, “বর্তমান সরকার জাতিকে বিভক্ত করে ফেলেছে, যা এক বড় দুর্ভাগ্য। আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই।” জনগণের অধিকার আদায়ের জন্য সহনশীলতার পাশাপাশি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করে মির্জা ফখরুল বলেন, “বর্তমান পরিস্থিতিতে সকল পক্ষের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন জরুরি।”
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমানসহ বিএনপির অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।