• 22 May, 2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী সমন্বয়ককে ধর্ষণের হুমকি দিয়ে চিরকুট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী সমন্বয়ককে ধর্ষণের হুমকি দিয়ে চিরকুট

বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী এক নারী সমন্বয়কের বাড়িতে ধর্ষণের হুমকি দিয়ে চিরকুট রাখা হয়েছে। আন্দোলনকারীরা জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নারী সমন্বয়ককে ধর্ষণের হুমকি দিয়ে বারান্দায় চিরকুট রাখার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে তার ছোট ভাই বারান্দায় চিরকুটটি দেখতে পায়। এ ঘটনায় ওই সমন্বয়ক এবং আন্দোলনের অন্যান্য সদস্যরা আতঙ্কিত। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানাজানি হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে।

চিরকুটে লেখা ছিল:
“ম্যাডাম। প্রস্তুত আছেন তো? এত ভয় আন্দোলনে কোথায় ছিল? একা কি একদিনও আসবেন না? সঙ্গী আর কতদিন? এরপর সঙ্গী তো হবো আমরা, তৈরি থাকেন প্রতিরাতে নতুন নতুন সঙ্গী পাওয়ার জন্য। পারলে একা শহরে পা রাইখেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”

নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী জানান, তিনি বগুড়ার শাজাহানপুর এলাকার বাসিন্দা। তার বাড়ির বারান্দায় চিরকুটটি পাওয়া যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুইজন নারী সমন্বয়ক ছিলেন, তবে তাদের মধ্যে কেউই এই ধরনের হুমকির শিকার হননি বলে জানা গেছে।

আন্দোলনের সংগঠক নিয়তি সরকার নিতু এ বিষয়ে বলেন, “এটি অত্যন্ত নিন্দনীয় এবং সন্ত্রাসী কার্যক্রম। প্রশাসনের উচিত দ্রুত জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা। এছাড়া আন্দোলনে অংশগ্রহণকারী সবার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানিয়েছেন, “বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে, মঙ্গলবার রাতে বগুড়া সদরের নওদাপাড়া এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সহ-সমন্বয়ক আহসান হাবিব সায়েমকে মৃত্যুর হুমকি দিয়ে তার বাড়ির দেয়ালে লেখা হয়েছিল, ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’। একের পর এক এ ধরনের ঘটনায় আন্দোলনকারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪