• 23 Jan, 2025

ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দিলো : নেতানিয়াহু

ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দিলো : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, চুক্তি পার্লামেন্টে অনুমোদনের পর কার্যকর হবে। নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহকে বড় ধাক্কা দিয়েছে এবং যুদ্ধে তাদের লক্ষ্য পূরণ হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।

নেতানিয়াহু জানান, যুদ্ধবিরতির চুক্তি অনুমোদনের জন্য এটি পার্লামেন্টে উত্থাপন করা হবে। উত্তরের বাসিন্দাদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি দাবি করেন, ইসরায়েলি বাহিনীর অভিযানে হিজবুল্লাহ কয়েক দশক পিছিয়ে পড়েছে এবং যুদ্ধে ইসরায়েল তার লক্ষ্য পূরণ করেছে। তবে চুক্তি লঙ্ঘিত হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

গত সোমবার যুদ্ধবিরতির নীতিগত অনুমোদন দেন নেতানিয়াহু। চুক্তিটি বাস্তবায়িত হলে দুই পক্ষের মধ্যে দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান হবে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪