• 03 Feb, 2025

শেখ হাসিনার ভারত থেকে ভাষণের দাবিতে প্রচারিত ভিডিও থেকে যা জানা গেলো

শেখ হাসিনার ভারত থেকে ভাষণের দাবিতে প্রচারিত ভিডিও থেকে যা জানা গেলো

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে ভাষণ দেওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার। বিভিন্ন পুরোনো ভিডিও ফুটেজ একত্রিত করে এটি তৈরি করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে ভাষণ দিয়েছেন এবং তিনি পদত্যাগ করেননি বলে মন্তব্য করেছেন। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, ভিডিওটি সম্পাদিত এবং এতে বিভিন্ন পুরোনো ফুটেজ ব্যবহার করা হয়েছে।

ভিডিওর সত্যতা কী বলছে?

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে চলমান আন্দোলনের সময় গণমাধ্যমে প্রচারিত শেখ হাসিনার একটি বক্তব্যের ভিডিওর সঙ্গে ভারতের দুইটি পুরোনো ঘটনার ভিডিও ক্লিপ একত্রিত করে প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়— "তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার এটা তো তোমরাই করেছ...।" ভিডিওটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ক্লিপও সংযুক্ত করা হয়েছে।

159834_1_1738236102
প্রকৃত ভিডিওর উৎস কী?

অনুসন্ধানে একটি জাতীয় ইংরেজি দৈনিকের ইউটিউব চ্যানেলে পাওয়া যায়, ২০২৪ সালের ২৬ জুলাই “ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করে যা বললেন প্রধানমন্ত্রী” শিরোনামে একটি প্রতিবেদন। এতে দেখা যায়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই আন্দোলনের সময় রামপুরায় বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

এছাড়া ভিডিওতে থাকা নরেন্দ্র মোদির ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, এটি ২০২৪ সালের ৭ জুন ভারতের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (NDA) সংসদীয় দলের বৈঠকের ভিডিও, যেখানে মোদির সমর্থনে বক্তব্য দেওয়া হয়। পরবর্তীতে, ২০২৪ সালের ১৫ অক্টোবর মোদির ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি ভিডিওতেও আলোচিত ভিডিওর ফুটেজের সঙ্গে মিল পাওয়া যায়, যা ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি উদ্বোধনের দৃশ্য।

159834_2_1738236102
রিউমর স্ক্যানারের সিদ্ধান্ত

ভিন্ন ভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে প্রচার করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে ভাষণ দিয়েছেন— এই দাবি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪