• 22 May, 2025

গাজায় ইসরাইলের গণ হত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ

গাজায় ইসরাইলের গণ হত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বানের প্রতি সংহতি জানিয়ে নওগাঁয় বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা।

Naogaon  Bikkhub pic  (5)
 

আজ বেলা ১১টায় শহরের মুক্তির মোড়ে শিক্ষার্থী, পেশাজীবী, শ্রমজীবী ও গণ অধিকার পরিষদের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

Naogaon  Bikkhub pic  (6)-1
 

এ সময় শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইসরাইলের গণ হত্যার প্রতিবাদ জানিয়ে বিশ্বের সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হয়ে এই গণহত্যার প্রতিবাদ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি করেন।

একই সাথে ইসরাইলি পণ্যসহ ইসরাইলকে সমর্থনকারী দেশগুলোর পণ্য বর্জনেরও দাবি করা হয়।

Naogaon  Bikkhub pic  (7)
 

এ সময় নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট আহ্বায়ক সাদেকুল ইসলাম, গণ অধিকার পরিষদের রাহাত চৌধুরি, জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

Naogaon  Bikkhub pic  (9)
 

মানববন্ধনের শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন স্লোগানসহ শহরের প্রধান প্রধান সড়কে মিছিল পরিচালনা করেন।

বেলা ১২টার দিকে নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল সহ শহরের মুক্তির মোড়ে এসে মানববন্ধন ও বিক্ষোভ করেন।

এ সময় শিক্ষার্থী মো: তাজ. রাকিবুল বারী রাজ, আরমান হোসেন ও ইসলামী আন্দোলনে ফরহাদ ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এ ছাড়া বাদ যোহর জামায়াতে ইসলামী ও বিকেলের বষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজায় ইসরাইলী গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে।