• 23 Jan, 2025

রাজশাহীর সাবেক এমপি আসাদ এক দিনের রিমান্ডে

রাজশাহীর সাবেক এমপি আসাদ এক দিনের রিমান্ডে

রাজশাহী-৩ আসনের সাবেক এমপি মোহা. আসাদুজ্জামান আসাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিস্ফোরক মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি বর্তমানে সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২২ ডিসেম্বর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ৬ অক্টোবর ঢাকায় গ্রেপ্তার হন আসাদুজ্জামান আসাদ। তাকে রাজশাহী জেলা এবং মহানগরের সাতটি পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এদের মধ্যে একটি মামলায় তার রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। নগরীর বোয়ালিয়া থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে দায়ের করা ওই মামলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) আসাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।

রোববার শুনানির দিন আদালতে তার আইনজীবীরা জামিনের আবেদন করলেও বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানির জন্য রোববার দুপুরে আসাদকে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ হাজির করা হয়। শুনানির পর আদালত প্রাঙ্গণে প্রিজনভ্যানে তোলার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদ বলেন, “কিচ্ছু বলার নেই। অন্যায়ভাবে আছি। বিজয় হবেই, ইনশাআল্লাহ।” এ সময় তিনি সবার কাছে দোয়া চান এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন।

রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক বলেন, “বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের এ মামলাটি তদন্ত করছেন ডিবির একজন উপপরিদর্শক। মামলার বিষয়ে পুলিশ গুরুত্ব সহকারে কাজ করছে।” প্রসঙ্গত, আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় নাশকতা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ এবং অন্যান্য অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তার গ্রেপ্তার এবং রিমান্ড নিয়ে রাজশাহী রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪