• 23 Jan, 2025

নবম-দশম শ্রেণির পাঠ্যবইয়ে বড় পরিবর্তন: বাদ ৭ গদ্য-৪ কবিতা, যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান

নবম-দশম শ্রেণির পাঠ্যবইয়ে বড় পরিবর্তন: বাদ ৭ গদ্য-৪ কবিতা, যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান

আগামী শিক্ষাবর্ষে নবম-দশম শ্রেণির বাংলা ও ইংরেজি বইয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। বাংলা বই থেকে সাতটি গদ্য ও চারটি কবিতা বাদ দেওয়া হয়েছে এবং যুক্ত করা হয়েছে জুলাই অভ্যুত্থান নিয়ে দুটি গদ্য। ইংরেজি বইয়ে একটি অধ্যায় বাদ দিয়ে সংযোজন করা হয়েছে তিনটি নতুন অধ্যায়, যার মধ্যে একটি জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি নিয়ে। এই পরিবর্তনের লক্ষ্য পাঠ্যবইয়ে সাম্প্রতিক ঐতিহাসিক ঘটনা অন্তর্ভুক্ত করা।

আগামী বছরের নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্যবিষয়ক পাঠ্যবইয়ে বড় পরিবর্তন আসছে। নতুন শিক্ষাবর্ষে এই পাঠ্যবই থেকে বাদ দেওয়া হচ্ছে সাতটি গদ্য ও চারটি কবিতা। পাশাপাশি, যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের ওপর লেখা একটি সংকলিত গদ্যসহ মোট দুটি নতুন গদ্য। অন্যদিকে, একটি উপন্যাস বাদ দিয়ে আরেকটি উপন্যাস সংযোজন করা হচ্ছে।

একই সঙ্গে, নবম-দশম শ্রেণির ইংরেজি পাঠ্যবই ‘ইংলিশ ফর টুডে’ থেকেও একটি অধ্যায় বাদ দিয়ে নতুন তিনটি অধ্যায় যোগ করা হচ্ছে। এর মধ্যে একটি অধ্যায় থাকবে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি নিয়ে। শুধু নবম-দশম নয়, পঞ্চম থেকে অষ্টম শ্রেণির বাংলা ও ইংরেজি পাঠ্যবইয়েও সংযোজন-বিয়োজন করা হয়েছে। বিশেষভাবে, বিভিন্ন শ্রেণির বইয়ে জুলাই অভ্যুত্থানের প্রাসঙ্গিক বিষয়বস্তু সংযুক্ত করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরা বিনা মূল্যে নতুন এই পাঠ্যবই জানুয়ারিতে হাতে পাবে। তবে বছরের শুরুতেই সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো নিয়ে শঙ্কা রয়েছে।

কী কী বাদ ও যুক্ত হচ্ছে?  
এনসিটিবির সূত্রে জানা গেছে, নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্যবিষয়ক বই থেকে বাদ দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেনাপাওনা’, হুমায়ূন আহমেদের ‘নিয়তি’, সেলিনা হোসেনের ‘রক্তে ভেজা একুশ’, মোতাহের হোসেন চৌধুরীর ‘লাইব্রেরি’ ও আরও তিনটি গদ্য। একই সঙ্গে, বাদ পড়েছে কাজী নজরুল ইসলামের ‘আজ সৃষ্টি-সুখের উল্লাসে’, নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’, সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ এবং কামাল চৌধুরীর ‘সাহসী জননী বাংলা’ কবিতাগুলো। অন্যদিকে, সংযোজিত গদ্যগুলোর মধ্যে রয়েছে জহির রায়হানের ‘একুশের গল্প’ এবং জুলাই অভ্যুত্থানের ওপর লেখা ‘আমাদের নতুন গৌরবগাথা’। পাশাপাশি, হুমায়ূন আহমেদের ‘১৯৭১’ উপন্যাস যুক্ত হয়েছে, যা সেলিনা হোসেনের ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের জায়গা নিচ্ছে। ইংরেজি বই ‘ইংলিশ ফর টুডে’ থেকে বাদ দেওয়া হয়েছে ইউনিট ১-এর ‘ফাদার অব দ্য নেশন’ অধ্যায়। নতুন করে যুক্ত হয়েছে ‘সেন্স অব সেলফ’, ‘লোনলিনেস’ এবং ‘গ্রাফিতি’, যা জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত।

জুলাই অভ্যুত্থানের গুরুত্ব  
নবম-দশম শ্রেণির ইতিহাসভিত্তিক বইগুলোতে এত দিন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত বিষয়বস্তু অন্তর্ভুক্ত ছিল। তবে এবার সাহিত্যের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের মতো সাম্প্রতিক ঐতিহাসিক ঘটনাগুলো সংযুক্ত করা হচ্ছে। পাশাপাশি, বইয়ের পেছনের প্রচ্ছদে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি যুক্ত করা হচ্ছে।

এনসিটিবির মন্তব্য  
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন, “দশম শ্রেণি পর্যন্ত ইতিহাসবিষয়ক পাঠ্যবইয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পর্যন্ত বিষয়বস্তু রয়েছে। তবে এবার জুলাই অভ্যুত্থানের প্রাসঙ্গিক বিষয়গুলো সাহিত্যের ধাঁচে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাঠ্যবইয়ে কোনো রাজনৈতিক প্রোপাগান্ডা বা দলীয় প্রচার থাকছে না।” এদিকে, পাঠ্যবইয়ের পেছনের প্রচ্ছদ থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও উদ্ধৃতিও সরিয়ে দেওয়া হয়েছে।

পরিবর্তন নিয়ে বিশ্লেষণ  
বিভিন্ন শ্রেণির বইয়ে এই সংযোজন-বিয়োজন পাঠ্যক্রমের প্রাসঙ্গিকতা বাড়ানোর পাশাপাশি সাম্প্রতিক জাতীয় ইতিহাসকে গুরুত্ব দেওয়ার একটি পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এত বড় পরিবর্তনের প্রেক্ষিতে বই বিতরণ প্রক্রিয়ায় কোনো ধরনের বিলম্ব না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪