নওগাঁর সুলতানপুর মহল্লায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নজরুল ইসলাম (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম একই এলাকার জসিম উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নজরুল ইসলামের সঙ্গে প্রতিবেশী মান্নানের দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে আম গাছ কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে মান্নান ধারালো বটি দিয়ে নজরুলকে এলোপাতাড়ি কোপাতে থাকে।
নজরুলকে আশঙ্কাজনক অবস্থায় নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ঘটনাস্থল থেকে একটি ধারালো বটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত মান্নান পালিয়ে গেছে। নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানিয়েছেন।পুলিশ বলছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।