জমি নিয়ে বিরোধে নওগাঁয় যুবককে কুপিয়ে হত্যা
নওগাঁর সুলতানপুর মহল্লায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নজরুল ইসলাম (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আম গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে তর্ক-বিতর্কের একপর্যায়ে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে নজরুলের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত বটি উদ্ধার করেছে এবং মামলার প্রস্তুতি চলছে।