ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এজলাসে আজ সকাল ৯টায় বিচারের কার্যক্রম শুরু হয়। কাঠগড়ায় হাতকড়া পরিহিত অবস্থায় দাঁড়িয়েছিলেন শেখ হাসিনা সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, শাজাহান খান, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, উপমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
হত্যা মামলায় রিমান্ডে জ্যাকব ও আনিসুল
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আদালতকে জানান, রাজধানীর রূপনগরে ছাত্র আন্দোলনের সময় শামীম হাওলাদার নামে একজনকে গুলি করে হত্যার অভিযোগে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। জ্যাকব এই অভিযোগ অস্বীকার করে নিজেকে হয়রানিমূলক মামলার শিকার দাবি করেন। আদালত উভয়পক্ষের যুক্তি শুনে জ্যাকবকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।
অন্যদিকে, আনিসুল হকের বিরুদ্ধে উত্তরা এলাকায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় ফজলুল করিম নামে এক যুবককে হত্যার অভিযোগ আনা হয়। আদালত তাঁকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। আনিসুলের বিরুদ্ধে ৫৫টি মামলা চলমান, যার মধ্যে সাতটি মামলায় ৪৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
একাধিক হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হলো মেনন ও দীপু মনিকে
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকেও আদালতে গ্রেপ্তার দেখানো হয়। পল্টন ও মোহাম্মদপুর থানার হত্যা মামলায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়। কাঠগড়ায় দাঁড়িয়ে সালমান এফ রহমান এবং দীপু মনির মধ্যে সংক্ষিপ্ত কথোপকথনের দৃশ্য আদালতকক্ষে উপস্থিত অনেকের নজর কাড়ে।
বিচারকার্য চলাকালীন আদালত প্রাঙ্গণে পুলিশের পাশাপাশি সেনাসদস্যদের উপস্থিতি ছিল। আনিসুল, মেনন, শাজাহান খানসহ সবাইকে হেলমেট পরিয়ে আদালতের হাজতখানায় নেওয়া হয়।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং আমলাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত ৯০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।শেখ হাসিনার বিরুদ্ধে ২৫৩টি মামলা চলমান রয়েছে। সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে ৪৮টি, রাশেদ খান মেননের বিরুদ্ধে ২২টি, এবং দীপু মনির বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে।