রোম থেকে আসা বিমানে বোমার হুমকি, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
সিরাজগঞ্জের সদর উপজেলায় মোবাইল চুরির অভিযোগ তুলে চার শিশুকে আটকে রেখে নির্মমভাবে মারধর করেছে তিন যুবক। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। আহত শিশুদের পরিবার আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।
সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে চার শিশুকে জঙ্গলে আটকে রেখে দিনভর মারধর করার ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মোন্নাফ (২৩), মো. হযরত (২৬) এবং মো. সবুজ (১৯)। শনিবার (১৬ নভেম্বর) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা গেছে, গত সোমবার (১১ নভেম্বর) সকালে চার শিশুকে মোবাইল চুরির অভিযোগে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। শিশুদের মধ্যে ছিল নূর ইয়ামিন (১০), ইমরান (১০), জুনাইদ (১১), ও শাহিন মোল্লা (১৩)। জঙ্গলে আটকে রেখে দিনভর তাদের শারীরিক নির্যাতন করা হয়।
এই ঘটনায় আহত শিশু শাহিন মোল্লার মা সেলিনা খাতুন বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরই বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ হলে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়।
সদর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
প্রভাত সময় ২৪
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
বোমা হামলার হুমকি পাওয়া রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ৬ সদস্যের সামরিক প্রতিনিধিদল। লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে দলটি ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফর করে। সফরে দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।