রাজধানী ঢাকায় ব্যানার, ফেস্টুন, পোস্টারসহ সব ধরনের বিলবোর্ড অপসারণে কঠোর নির্দেশনা জারি করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন এলাকাগুলো থেকে সকল ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বিলবোর্ড আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম ও সদস্যসচিব তানভীর আহমেদ, এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক ও সদস্যসচিব মো. মোস্তফা জামান পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেন।
নির্দেশনায় বলা হয়েছে, ঢাকার প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিটের আওতাধীন এলাকায় থাকা ব্যানার, পোস্টার ও বিলবোর্ডগুলো সোমবার সন্ধ্যার মধ্যে সরিয়ে ফেলতে হবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ আগস্ট থেকে ঢাকা মহানগর উত্তরের প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিটের অফিস থেকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের ব্যানার-পোস্টার অপসারণের কাজ শুরু হয়েছে। দলটির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে, আগামী ৩ দিনের মধ্যে সকল বিলবোর্ড অপসারণ সম্পন্ন করতে হবে।
দলীয় সূত্রের মতে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো নগরীর চেহারা স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাখা এবং দলীয় প্রচারণা পুনর্বিন্যাস করা।