রাজধানীতে বিএনপির ব্যানার-পোস্টার দ্রুত অপসারণের নির্দেশ, সময়সীমা ৪৮ ঘণ্টা
রাজধানী ঢাকায় বিএনপির পক্ষ থেকে সব ধরনের ব্যানার, ফেস্টুন ও পোস্টার দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি নেতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসব প্রচার উপকরণ সরাতে হবে। নির্দেশ অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য নগরীর চেহারা পরিচ্ছন্ন রাখা এবং দলীয় প্রচারণা পুনর্বিন্যাস।