• 23 Jan, 2025

চীনের গোপন পরমাণু যুদ্ধজাহাজ প্রকল্প: নৌক্ষমতায় যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ

চীনের গোপন পরমাণু যুদ্ধজাহাজ প্রকল্প: নৌক্ষমতায় যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ

যুক্তরাষ্ট্রের নৌক্ষমতাকে চ্যালেঞ্জ করতে চীন গোপনে পরমাণুচালিত যুদ্ধজাহাজ তৈরির প্রক্রিয়া শুরু করেছে। পরমাণু চুল্লি নির্মাণ ও পরীক্ষার মাধ্যমে আধুনিক নৌবহর গড়ে তোলার এই উদ্যোগে বেইজিং বিশ্ব পরাশক্তি হিসেবে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করছে।

বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনীর গৌরব চীনের, জনশক্তি ও আধুনিকায়নের মাধ্যমে শক্তিশালী প্রতিরক্ষা তৈরিতে মনোযোগী বেইজিং। যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাব মোকাবিলায় চীন তার বহরে পরমাণুচালিত বিমানবাহী রণতরী সংযুক্ত করতে চলছে। বার্তা সংস্থা এপি জানায়, চীন বর্তমানে নতুন প্রজন্মের যুদ্ধজাহাজের পরমাণু চুল্লির প্রোটোটাইপ তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

মার্কিন নৌবহরে ১১টি পরমাণুচালিত রণতরীর আধিপত্য থাকায়, চীন তার আধুনিক নৌশক্তিকে শক্তিশালী করতে পারমাণবিক প্রপালশন সিস্টেম স্থাপনে কাজ করছে। বর্তমানে চীনের তিনটি বিমানবাহী রণতরী রয়েছে এবং চতুর্থটি নির্মাণাধীন। তবে সেটি পরমাণুচালিত হবে কি না, তা নিশ্চিত নয়।

সিচুয়ান প্রদেশে ‘বেস ৯০৯’ নামে সংরক্ষিত একটি এলাকায় চুল্লির পরীক্ষার প্রমাণ স্যাটেলাইট চিত্র ও সরকারি নথিতে প্রকাশ পেয়েছে। চীনের জাতীয় প্রতিরক্ষা উদ্দেশ্য হিসেবে এটিকে স্বীকৃতি দেয়া হয়েছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪