ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি গঠনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গভ. মডেল গার্লস হাই স্কুলে এ সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন।
আহতদের মধ্যে বুরহান উদ্দিন (২১) ব্রাহ্মণবাড়িয়া সিটি কলেজের শিক্ষার্থী এবং ফয়সাল (২৭) নামে অপর একজন রয়েছেন। বুরহানকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এবং ফয়সালকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষের প্রেক্ষাপট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় পৌর শহরের গভ. মডেল গার্লস হাই স্কুলে একটি সভার আয়োজন করেন। সভায় শহর ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভা চলাকালে কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে মতানৈক্যের সৃষ্টি হয়। বিষয়টি উত্তেজনায় রূপ নেয় এবং তর্কাতর্কি থেকে একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পক্ষের প্রায় ২০-২৫ জন আহত হন।
পুলিশের বিবৃতি
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন জানান, কমিটি গঠন নিয়ে মতবিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে।
চিকিৎসা ও আহতদের অবস্থা
সংঘর্ষে গুরুতর আহত ফয়সালকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, বুরহানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।
সার্বিক পরিস্থিতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব নিয়ে এমন সংঘর্ষ দুঃখজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংঘর্ষের ঘটনাটি স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।