ক্ষমতায় আসতেই ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ, পানামার প্রতিবাদ
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
ভারতীয় মিডিয়ার মিথ্যাচার মোকাবিলায় দেশীয় গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি সীমান্ত হত্যা, জাতীয় ঐক্য এবং আঞ্চলিক প্রভাব মোকাবিলায় সুস্পষ্ট অবস্থানের ওপর জোর দিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের সাম্প্রতিক আচরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তবর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ভারতীয় মিডিয়া হঠাৎ করেই বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের গণমাধ্যমগুলোর দায়িত্ব হওয়া উচিত এসব মিথ্যাচার তুলে ধরা এবং বিষয়গুলো শক্তভাবে উপস্থাপন করা।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশ–ভারত সম্পর্ক: প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
ভারতীয় মিডিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘ভারতীয় মিডিয়া বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে যেভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে, তা দুই দেশের স্বাভাবিক সম্পর্ক উন্নয়নে সহায়ক নয়। দেশের গণমাধ্যমের উচিত এই বিষয়গুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা।’’
সীমান্ত হত্যাকাণ্ড প্রসঙ্গে স্পষ্ট অবস্থান
সীমান্ত হত্যার ইস্যুতে তিনি বলেন, ‘‘সব দেশেই অপরাধী থাকে, কিন্তু সীমান্তে গুলি করে হত্যা করা সমর্থনযোগ্য নয়। ভারতের উচিত সীমান্তে অপরাধীদের আটক করে তাদের নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা এবং প্রচলিত আইনে বিচার করা।’’
জাতীয় ঐক্যের গুরুত্ব
জাতীয় ঐক্যের অভাবের কারণে দেশের পিছিয়ে পড়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘‘জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই ঐকমত্য দরকার। এটি আমাদের উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।’’
প্রতিবেশী দেশের প্রভাব মোকাবিলার পরামর্শ
তিনি আরও বলেন, ‘‘প্রভাব বিস্তার প্রতিবেশী দেশগুলোর একটি স্বাভাবিক প্রবণতা। তবে আমাদের উচিত নিজেদের অভ্যন্তরীণ সক্ষমতা এমনভাবে বাড়ানো, যাতে অযাচিত প্রভাব মোকাবিলা করা যায়।’’
বাংলাদেশের অবস্থান পরিষ্কার
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘বাংলাদেশ কারও জন্য হুমকি নয় এবং অন্য কাউকেও বাংলাদেশের জন্য হুমকি হতে দেওয়া যাবে না। আমাদের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধিই হবে মূল লক্ষ্য।’’
প্রভাত সময় ২৪
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
বোমা হামলার হুমকি পাওয়া রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।