• 23 Jan, 2025

বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে বিএসএফ

বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে বিএসএফ

বাংলাদেশে অস্থিরতা বৃদ্ধির কারণে ভারত-বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করেছে ভারত, পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে।

বাংলাদেশে চলমান অস্থিরতা ও সহিংসতার প্রেক্ষিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বিএসএফ। বুধবার (৪ ডিসেম্বর) এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২ ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের অফিসে হামলার ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশ সীমান্তঘেঁষা ত্রিপুরায় ভৌগোলিক এবং সাংস্কৃতিক সম্পর্কের কারণে এমন উত্তেজনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএসএফ টহল এবং নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।

বিএসএফের সেকেন্ড-ইন-কমান্ড রাজেশ কুমার লাঙ্গেহ জানান, "বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভারতের সীমান্ত সুরক্ষা জোরদার করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে এবং সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে।"

বিএসএফের সদস্যরা তাদের দায়িত্ব নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। কনস্টেবল রিয়াঙ্কা মুখার্জি বলেন, "আমাদের দায়িত্ব পালন করতে গিয়ে আমরা নিজেদের ক্ষমতাবান ও আত্মবিশ্বাসী মনে করি। এটি আমাদের নারীদের নিজেদের প্রতি দায়িত্বশীল হওয়ার বার্তা দেয়।"

আরেক কনস্টেবল মুকুরিয়া ইলা জানান, "সশস্ত্র বাহিনীতে কাজ করা সবসময়ই আমার স্বপ্ন ছিল। বিএসএফ আমাকে সেই স্বপ্ন পূরণ করার সুযোগ দিয়েছে। আমরা আমাদের দায়িত্ব পালনে সব ধরনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাচ্ছি।"

সীমান্তে দায়িত্বশীল কার্যক্রমের মধ্য দিয়ে বিএসএফ দিনরাত সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪