• 23 Jan, 2025

জামালপুরে ‘জিনের বাদশা’ সেজে আওয়ামী লীগ নেতার প্রতারণার অভিযোগ

জামালপুরে ‘জিনের বাদশা’ সেজে আওয়ামী লীগ নেতার প্রতারণার অভিযোগ

জামালপুরের আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার ও তার স্ত্রী হাফেজা বেগমের বিরুদ্ধে ‘জিনের বাদশা’ সেজে প্রতারণার মাধ্যমে অসহায় মানুষদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা তাদের অবৈধ কার্যক্রম বন্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জামালপুরের রশিদপুর ইউনিয়নে কথিত ‘জিনের বাদশা’ সেজে প্রতারণার মাধ্যমে বহু মানুষকে নিঃস্ব করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার ও তার স্ত্রী হাফেজা বেগমের বিরুদ্ধে। আব্দুস সাত্তার ইউনিয়ন পরিষদ সদস্য এবং রশিদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

জানা গেছে, হাফেজা বেগম বিগত পাঁচ বছরেরও বেশি সময় ধরে নিজের বাড়িতে ঝাড়ফুঁক, তাবিজ-কবজের নামে বিভিন্ন এলাকার মানুষকে প্রতারিত করছেন। চিকিৎসার নামে তারা অসহায় মানুষদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। ভাটিপাড়া চৌরাস্তা মোড়ে তাদের বাড়িটি প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা রোগীতে ভরে থাকে।

এদিকে আব্দুস সাত্তারের বিরুদ্ধে এক নারীর করা ধর্ষণ মামলায় তিনি সম্প্রতি জেল খেটে জামিনে বের হয়েছেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর তারা আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছুদিন কার্যক্রম বন্ধ থাকলেও তারা পুনরায় প্রতারণা শুরু করেছেন। স্থানীয়দের দাবি, তাদের এই কার্যক্রম বন্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক। এ বিষয়ে হাফেজা বেগম বলেন, “আমি কাউকে জোর করি না। মানুষ তাদের সমস্যার সমাধানের জন্য আমার কাছে আসে এবং তারা উপকারও পায়।” স্থানীয়দের দাবি, এই প্রতারণার কারণে অসহায় মানুষগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪