• 22 Jan, 2025

কোনো সরকারের আমলেই হিন্দুরা ভালো ছিল না : পূজা উদযাপন পরিষদের অভিযোগ

কোনো সরকারের আমলেই হিন্দুরা ভালো ছিল না : পূজা উদযাপন পরিষদের অভিযোগ

ময়মনসিংহে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সভায় নেতারা অভিযোগ করেছেন, কোনো সরকারের আমলেই হিন্দু সম্প্রদায়ের দাবি পূরণ হয়নি। তারা হয়রানি, বৈষম্য এবং আইনি সুরক্ষা না পাওয়ার বিষয় তুলে ধরেন। নেতারা অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কোনো সরকারের আমলেই হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো ছিলেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা। তাদের দাবি, বিগত ১৫ বছরে কোনো দাবিদাওয়া পূরণ হয়নি, যদিও আওয়ামী লীগ তাদের পাঁচ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল।

শনিবার (১৮ জানুয়ারি) ময়মনসিংহ নগরীর একটি সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত পূজা উদযাপন পরিষদের বিভাগীয় প্রতিনিধি সভায় এসব অভিযোগ তোলা হয়। সকাল ১০টা থেকে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত চলা সভায় ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ জেলা থেকে ২৫৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সভায় নেতারা অভিযোগ করেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ নানাভাবে হয়রানির শিকার হলেও আইনি সুরক্ষা পাচ্ছেন না। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার সভাপতি রতন সরকার অভিযোগ করেন, "৫ আগস্টের পর অনেকে হামলার শিকার হলেও থানায় কোনো মামলা নেওয়া হয়নি। এমনকি সাধারণ ডায়েরি (জিডি) পর্যন্ত গ্রহণ করা হয়নি।"

এই প্রেক্ষিতে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতারা প্রতিনিধি ও স্থানীয় নেতাদের মামলা রেকর্ড করার জন্য সচেষ্ট থাকার পরামর্শ দেন। থানায় মামলা না নিলে আদালতে যাওয়ার পাশাপাশি বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানাতে বলেন। পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, "স্বাধীনতার সময় যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম, তা আজও পূরণ হয়নি। বৈষম্য ও হয়রানির কারণে হিন্দু সম্প্রদায়কে প্রতিনিয়ত মূল্য দিতে হচ্ছে। তবে আমরা এই মাটি ছাড়ব না। আমাদের অধিকার আদায়ে অন্ধকার কেটে যাবে, এ আশ্বাস দিচ্ছি।"

সভায় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং সহসভাপতি অশোক মাধব রায়সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তারা জানান, হিন্দু সম্প্রদায়ের নিরপরাধ ব্যক্তিদের আইনি জটিলতা থেকে মুক্তি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের অধিকার রক্ষায় যে অঙ্গীকার করেছেন, তা দেশের সামগ্রিক সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য গুরুত্বপূর্ণ। সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ ছাড়া এসব সমস্যার সমাধান সম্ভব নয় বলে মত দেন সভার প্রতিনিধিরা।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪