• 23 Jan, 2025

আক্কেলপুরে জাল টাকায় নারকেল কেনার চেষ্টা, গ্রেপ্তার নওগাঁর এক ব্যক্তি

আক্কেলপুরে জাল টাকায় নারকেল কেনার চেষ্টা, গ্রেপ্তার নওগাঁর এক ব্যক্তি

জয়পুরহাটের আক্কেলপুরে রায়কালী হাটে জাল টাকার নোট দিয়ে নারকেল কেনার সময় মো. মিঠু নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা সন্দেহজনক আচরণে তাকে ধরে ফেলে। পুলিশ জানিয়েছে, মিঠু জাল টাকার কারবারি এবং তার কাছ থেকে দুইটি জাল এক হাজার টাকার নোট উদ্ধার করা হয়েছে।

জয়পুরহাটের আক্কেলপুরে জাল টাকার নোট দিয়ে নারকেল কেনার চেষ্টাকালে স্থানীয় জনতা এক ব্যক্তিকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটক ব্যক্তির নাম মো. মিঠু (৪০)। তিনি নওগাঁ জেলার খাস নওগাঁ মহল্লার বাসিন্দা এবং পেশাদার জাল টাকার কারবারি বলে দাবি করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রায়কালী হাটে এ ঘটনা ঘটে। হাটবারের দিন হওয়ায় সেখানে ব্যাপক মানুষের ভিড় ছিল। মিঠু এক দোকানি থেকে নারকেল কিনে এক হাজার টাকার একটি নোট দেন। দোকানি গোলাম মোস্তফা নোটটি হাতে নিয়ে সেটি পাতলা মনে করেন এবং সন্দেহ হওয়ায় পাশের আরেক দোকানির কাছে নিয়ে যাচাই করেন। পাশের দোকানি নোটটি জাল বলে জানালে গোলাম মোস্তফা ঘটনাটি আশপাশের লোকজনকে জানান। এরপর হাটে উপস্থিত এক ব্যাংক কর্মকর্তা ওই টাকাটি পরীক্ষা করে নিশ্চিত করেন যে এটি জাল। এ সময় মিঠুর কাছ থেকে আরও একটি এক হাজার টাকার নোট উদ্ধার করা হয়, যা একইভাবে জাল বলে শনাক্ত হয়।

খবর পেয়ে স্থানীয় জনতা মিঠুকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, “আটক মিঠুর কাছ থেকে দুটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। তিনি জাল টাকার কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।” থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা বলেন, “জাল টাকা দিয়ে কেনাকাটার সময় ধরা পড়ার পর আমরা মিঠুর বিরুদ্ধে মামলা দায়ের করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত।”এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অনেকে জানান, আক্কেলপুরসহ আশপাশের এলাকায় কিছু দিন ধরে জাল টাকার চল বেড়েছে। বাজারে জাল নোট শনাক্ত করতে ব্যবসায়ীদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশা করছে, এই অভিযানের মাধ্যমে জাল টাকার বড় একটি চক্র শনাক্ত ও ধ্বংস করা সম্ভব হবে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪