আক্কেলপুরে জাল টাকায় নারকেল কেনার চেষ্টা, গ্রেপ্তার নওগাঁর এক ব্যক্তি
জয়পুরহাটের আক্কেলপুরে রায়কালী হাটে জাল টাকার নোট দিয়ে নারকেল কেনার সময় মো. মিঠু নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা সন্দেহজনক আচরণে তাকে ধরে ফেলে। পুলিশ জানিয়েছে, মিঠু জাল টাকার কারবারি এবং তার কাছ থেকে দুইটি জাল এক হাজার টাকার নোট উদ্ধার করা হয়েছে।