টি-ব্যাগে চা পানের অভ্যাস আমাদের কাছে আরামদায়ক মনে হলেও এটি মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। বার্সেলোনার অটোনোমাস বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে, টি-ব্যাগ থেকে নির্গত মাইক্রো ও ন্যানোপ্লাস্টিক মানব শরীরের কোষে প্রবেশ করে এর স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায়।
২০২৪ সালের ১৯ ডিসেম্বর ‘কেমোস্ফিয়ার’ জার্নালে প্রকাশিত গবেষণায় জানানো হয়, বাণিজ্যিক টি-ব্যাগ থেকে প্রতি মিলিলিটার চায়ে লক্ষাধিক ক্ষুদ্র প্লাস্টিক কণা নির্গত হয়, যা অন্ত্রের মিউকাস কোষ শোষণ করে রক্তপ্রবাহে প্রবেশ করে। প্লাস্টিক কণাগুলো কোষের নিউক্লিয়াসে পৌঁছে জেনেটিক উপাদান ক্ষতিগ্রস্ত করে, যা দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা ও ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।
বাংলাদেশের প্রেক্ষাপটে প্রভাব:
দেশে টি-ব্যাগের ব্যবহার দিন দিন বাড়ছে। তবে গবেষণায় প্রমাণিত হয়েছে, টি-ব্যাগের প্লাস্টিক কণা স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে। দেশে সহজলভ্য ব্র্যান্ডের টি-ব্যাগগুলোও এই সমস্যার উৎস হতে পারে।
কীভাবে ঝুঁকি এড়াবেন?
পাতা চা দিয়ে চা তৈরি করুন।
প্রাকৃতিক ছাঁকনি ব্যবহার করুন।
পরিবেশবান্ধব ও নিরাপদ ব্র্যান্ডের টি-ব্যাগ বেছে নিন।
এই গবেষণার মাধ্যমে মাইক্রো ও ন্যানোপ্লাস্টিক দূষণের বিষয়ে আরও সচেতন হওয়ার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে। চায়ের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে প্রাকৃতিক পদ্ধতিতে চা তৈরির অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।