ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারতের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
ভারতের অন্ধ্রপ্রদেশে স্ত্রীকে হত্যার পর লাশ গুম করতে প্রেশার কুকারে রান্নার অভিযোগে সাবেক সেনা সদস্য গুরু মূর্তিকে আটক করেছে পুলিশ। তদন্তে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং লাশের অংশ লেকে ফেলে দেওয়ার ভয়ংকর পরিকল্পনার বিবরণ দেন।
ভারতের অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদে স্ত্রীর লাশ গুম করতে প্রেশার কুকারে রান্নার অভিযোগে সাবেক সেনা সদস্য গুরু মূর্তিকে আটক করেছে পুলিশ। ভেঙ্কটা মাধবী নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্ত করতে গিয়ে এই ভয়ংকর ঘটনা প্রকাশ পায়।
ভারতের অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সেনা সদস্য গুরু মূর্তিকে আটক করেছে পুলিশ। তিনি নিজের স্ত্রী ভেঙ্কটা মাধবী (৩৫)-কে হত্যার পর তার লাশ গুম করতে ভয়ঙ্কর পরিকল্পনা করেন। পুলিশ জানায়, গত ১৬ জানুয়ারি ভেঙ্কটা মাধবী নিখোঁজ হওয়ার অভিযোগে তদন্ত শুরু হয়। তদন্তের একপর্যায়ে গুরু মূর্তিকে সন্দেহ করে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যার কথা স্বীকার করেন।
গুরু মূর্তি জবানবন্দিতে জানান, হত্যার পর মরদেহ বাথরুমে নিয়ে টুকরো টুকরো করে কাটেন। এরপর প্রেশার কুকারে সেদ্ধ করে হাড়গুলো আলাদা করেন। হাড়গুলো হামানদিস্তা দিয়ে গুঁড়ো করার পর তা আবার সেদ্ধ করেন। এই প্রক্রিয়া তিন দিন ধরে চলতে থাকে। পরে লাশের অবশিষ্টাংশ প্যাকেটে ভরে স্থানীয় লেকে ফেলে দেন।
গুরু মূর্তি একজন সাবেক সেনা সদস্য এবং বর্তমানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে (ডিআরডিও) নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত। পুলিশের দাবি, এই চাঞ্চল্যকর ঘটনা আরও গভীর তদন্তের প্রয়োজন। নিখোঁজের অভিযোগ থেকে শুরু করে হত্যাকাণ্ড এবং লাশ গুম করার এই পদ্ধতি সমাজকে নাড়িয়ে দিয়েছে।
প্রভাত সময় ২৪
ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারতের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে জাতিসংঘ জানিয়েছে, সোমবার এক দিনে ৯১৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এই সংখ্যা দৈনিক লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।