• 22 May, 2025

ইউএনওর অফিস সহকারী রায়হান চা খেতে নেন ২৫ হাজার টাকা

ইউএনওর অফিস সহকারী রায়হান চা খেতে নেন ২৫ হাজার টাকা

রংপুরের মিঠাপুকুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দের নামে ইউএনও অফিসের সহকারী রায়হান মিয়ার বিরুদ্ধে ২৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি, ঘর বরাদ্দ পেয়েও স্থানীয়দের দখলের কারণে ঘরে উঠতে পারেননি বিধবা কহিনুর বেগম। স্থানীয় এক নেতার মধ্যস্থতায় ১৩ হাজার টাকা ফেরত পেলেও বাকি ১২ হাজার টাকা ফেরত পাননি তিনি।

রংপুরের মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মো. রায়হান মিয়ার বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়ার নামে ২৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে জানা যায়, উপজেলার বাতাসন লতিবপুর গ্রামের কহিনুর বেগম ও তার পুত্রবধূ বানেছা বেগমের কাছ থেকে দুই ধাপে এ টাকা নেন রায়হান।

রায়হান প্রথমে আবেদন খরচের নামে ৫ হাজার টাকা নেন। পরে ঘর বরাদ্দ পাওয়ার কথা জানিয়ে দুই দফায় আরও ২০ হাজার টাকা দাবি করেন। স্থানীয় এক নেতার মধ্যস্থতায় ১৩ হাজার টাকা ফেরত দেওয়া হলেও বাকি ১২ হাজার টাকা ফেরত পাননি কহিনুর বেগম।

ঘর বরাদ্দ পেয়েও স্থানীয়দের দখলের কারণে ঘরে উঠতে পারেননি বৃদ্ধা কহিনুর। সুদের টাকার চাপ ও ঘরে না উঠতে পারার হতাশায় তিনি বাকি টাকা ফেরত পেতে দ্বারে দ্বারে ঘুরছেন। অফিস সহকারী রায়হান জানান, তিনি ঘুষ নেননি, বরং মহিলা খুশি হয়ে তাকে ২০ হাজার টাকা দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে মিঠাপুকুর ইউএনও বিকাশ চন্দ্র বর্মণ বলেন, বিষয়টি সরাসরি অফিসে এসে আলোচনা করতে হবে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪