• 23 May, 2025

অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটের বিরুদ্ধে বিচার শুরু

অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটের বিরুদ্ধে বিচার শুরু

অস্ত্র মামলায় যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

অস্ত্র আইনে দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে। গত ১৬ জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালত সম্রাটের অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

সংশ্লিষ্ট আদালত সূত্রে মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালিয়ে বিদেশি মদ, পিস্তল এবং বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

পরদিন (৭ অক্টোবর) র‌্যাব-১-এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা করেন। পরে তদন্ত শেষে ২০২০ সালের ৬ নভেম্বর র‌্যাব-১-এর উপপরিদর্শক (এসআই) শেখর চন্দ্র মল্লিক আদালতে অভিযোগপত্র জমা দেন। সম্রাটের বিরুদ্ধে এই বিচার কার্যক্রমের অগ্রগতি দেশের আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪