দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুদকের অভিযোগ ও তদন্ত
দুদকের পক্ষে উপপরিচালক মো. রাশেদুল ইসলাম আদালতে নিষেধাজ্ঞার আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। দুদকের আবেদনে বলা হয়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ১৭ ডিসেম্বর মো. জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে মামলা করা হয়। তদন্তে উঠে আসে, ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে জাহাঙ্গীর আলমের নামে। তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।
দেশত্যাগে নিষেধাজ্ঞার কারণ
দুদক আশঙ্কা করছে, জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী দেশত্যাগ করলে তদন্ত ও বিচার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই তাদের বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয় এবং আদালত তা মঞ্জুর করেন। এ বিষয়ে হাইকোর্টের রিট পিটিশনের রায়ের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দুদক নিশ্চিত করেছে, অবৈধ সম্পদের বিষয়ে আরও তদন্ত চলছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।