• 22 May, 2025

নওগাঁয় ট্রাক চাপায় এক অসুস্থ নারী নিহত

নওগাঁয় ট্রাক চাপায় এক অসুস্থ নারী নিহত

নওগাঁ শহরের দয়ালের মোড়ে মঙ্গলবার সকালে ট্রাক চাপায় মোমেনা খাতুন (৬৫) নিহত হয়েছেন। তিনি ছেলেকে নিয়ে রাজশাহীতে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। দুর্ঘটনায় তার ছেলে মমতাজ আলী (৪৮) সামান্য আহত হন।

নওগাঁ থেকে রাজশাহীতে চিকিৎসার জন্য যাওয়ার পথে ট্রাক চাপায় অটোরিকশা যাত্রী মোমেনা খাতুন (৬৫) নিহত ও তার ছেলে মমতাজ আলী (৪৮) আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মোমেনা খাতুন নওগাঁ সদর উপজেলার সোনোলিয়া দুবলহাটি গ্রামের শমসের আলীর স্ত্রী। পুলিশ ঘটনাস্থল থেকে মোমেনা খাতুনের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

নওগাঁ সদর মডেল থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, মোমেনা খাতুন চিকিৎসার জন্য ছেলেকে সঙ্গে নিয়ে বাস ধরার জন্য অটোরিকশাযোগে বালুডাঙা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে দয়ালের মোড় এলাকায় পেছন থেকে একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা ও চাপা দিয়ে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই মারা যান মোমেনা খাতুন। ছেলে মমতাজ সামান্য আহত হন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়ার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি নুরে আলম সিদ্দিকী।