• 23 Jan, 2025

ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে কঠোর প্রতিবাদের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে কঠোর প্রতিবাদের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ভারতীয় গণমাধ্যম প্রতিদিন বাংলাদেশ সম্পর্কে ভিত্তিহীন অপপ্রচার করছে। তিনি বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কড়া প্রতিবাদ জানানো হবে। বরিশাল বিভাগীয় আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় এই মন্তব্য করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম বাংলাদেশ সম্পর্কে প্রতিনিয়ত মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে, এমন অভিযোগ তুলে সরকারের পক্ষ থেকে কঠোর প্রতিবাদের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘‘ভারতীয় গণমাধ্যম প্রতিদিন আমাদের বিষয়ে অপপ্রচার করছে, যা কখনোই মেনে নেওয়া যায় না।’’ বরিশাল বিভাগীয় আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিষয়টি নিয়ে একটি শক্তিশালী প্রতিবাদপত্র ভারতীয় কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি বলেন, "আমাদের দেশে গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে, তবে সংবাদ পরিবেশনের সময় সতর্কতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় সংবাদমাধ্যমগুলো মিথ্যা তথ্য ছড়াচ্ছে, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। আমাদের মিডিয়ার সহযোগিতায় এই অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।"

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনারা সঠিক ও তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশ করবেন। আমরা যদি কোনো ভুল করি, আপনাদের বলার সুযোগ আছে; আমরা সেটি সংশোধন করব। তবে মিথ্যা তথ্যের ভিত্তিতে দেশবিরোধী কোনো প্রতিবেদন মেনে নেওয়া হবে না।’’

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বরিশালের পরিস্থিতি অন্যান্য এলাকার তুলনায় অনেক ভালো। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকলকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, মামলাটি দ্রুত সমাধানের জন্য একটি নতুন তদন্ত টিম গঠন করা হয়েছে এবং ছয় মাসের মধ্যে অগ্রগতি দেখতে চায় সরকার।

উল্লেখ্য, এ সময় বরিশাল বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, র‌্যাবের মহাপরিচালক, বরিশালের বিভাগীয় কমিশনারসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪