• 22 May, 2025

হত্যাচেষ্টার পর ফেসবুক স্ট্যাটাস দিলেন হাসনাত-সারজিস

হত্যাচেষ্টার পর ফেসবুক স্ট্যাটাস দিলেন  হাসনাত-সারজিস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব সারজিস আলম চট্টগ্রামে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার শিকার হন। পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন, "মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। শহীদেরা মরে না।" ঘটনাস্থলে জড়িত ট্রাক জব্দ করেছে পুলিশ এবং আইনি প্রক্রিয়া চলছে।

20241128_004839
সারজিস আলমের ফেসবুক স্টাটাস


 

20241128_004850
হাসনাত আব্দুল্লাহর ফেসবুক স্টাটাস


চট্টগ্রামে আইনজীবী আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব সারজিস আলম ট্রাকচাপার মাধ্যমে হত্যাচেষ্টার শিকার হন।

বুধবার রাত ১১টার পর হাসনাত ও সারজিস তাদের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক সাহসী স্ট্যাটাস দেন। পোস্টে তারা লেখেন, ‘মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। মনে রেখো, শহীদেরা মরে না।’

এদিন সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নে ট্রাকচাপা দিয়ে তাদের হত্যা করার চেষ্টা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪