• 23 Jan, 2025

মমতার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি: মির্জা ফখরুল

মমতার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি: মির্জা ফখরুল

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাবকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি আখ্যা দিয়ে বিএনপি তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ধরনের প্রস্তাব বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না।

ভারতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাবকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে আখ্যা দিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (২ ডিসেম্বর) রাতে লন্ডন থেকে মুঠোফোনে গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব অত্যন্ত আপত্তিকর এবং এটি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি সরাসরি হুমকি। এ ধরনের কোনো চিন্তা তাদের মাথায় রাখা উচিত নয়।" তিনি আরও বলেন, “বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছে। এ দেশের মানুষ এ ধরনের ষড়যন্ত্র কখনই মেনে নেবে না।” মির্জা ফখরুল বাংলাদেশের ইসকনের সাম্প্রতিক কার্যকলাপকে সন্দেহজনক এবং দেশের স্থিতিশীলতার প্রতি হুমকি হিসেবে আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, "ইসকনের সাম্প্রতিক ভূমিকা রহস্যজনক এবং এটি বাংলাদেশের স্বাধীনতা ও স্থিতিশীলতার ওপর হুমকি তৈরি করছে।"

মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশনে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়েছেন। এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশের ইসকনের তিন পুরোহিত গ্রেপ্তারের ঘটনার পর মমতা এই বক্তব্য দেন।

মির্জা ফখরুল ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ন হওয়ার খবরকে ভিত্তিহীন দাবি করে বলেন, “বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি নেই। ভারতের সাংবাদিকরা এখানে এসে পরিস্থিতি দেখেছেন। কিন্তু তাদের মিডিয়া মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি দিচ্ছে।” বিএনপি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক এই ধরনের বক্তব্যকে চরম উদ্বেগজনক উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়সহ ভারতের নেতাদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪