দীর্ঘ সাত বছর পর সশরীরে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আমন্ত্রণে আগামী ২১ ডিসেম্বর তাদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত এ তথ্য নিশ্চিত করেছেন।
সর্বশেষ ২০১৭ সালের ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে দলের সমাবেশে ভাষণ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় কারাবন্দি হন তিনি। এরপর স্বাস্থ্যগত কারণে দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারেননি।
গত রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত বেগম জিয়ার সঙ্গে দেখা করেন। তারা ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। বেগম খালেদা জিয়া এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবেশে উপস্থিত থাকার আশ্বাস দেন।
সমাবেশটি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেলা ২টায় অনুষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি এই সমাবেশে যোগ দেবেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া এক দশক পর গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এবার ২১ ডিসেম্বর তিনি মুক্তিযোদ্ধা দলের সমাবেশে অংশগ্রহণের মাধ্যমে সরাসরি রাজনৈতিক অঙ্গনে ফিরছেন।