যশোরে আজহারীর মাহফিল ঘিরে ৩০০ জিডি, ভিড়ে আহত ২০
যশোরে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে মোবাইল ফোন ও স্বর্ণালংকার হারানোর ঘটনায় ৩০০-এর বেশি জিডি করা হয়েছে। মাহফিলের ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অন্তত ২০ জন আহত হন। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে পুলেরহাটে আদ-দ্বীন ফাউন্ডেশনের আয়োজন করা মাহফিলে প্রায় ১৫ লাখ মানুষের সমাগম ঘটে। নিরাপত্তার ঘাটতি ও ভিড়ের কারণে এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।