জাতীয় প্রেস ক্লাবে রিকশা, ভ্যান ও ইজিবাইক চালকদের সাত দফা দাবিতে সমাবেশ
নীতিমালা অনুযায়ী নিবন্ধন, চালকদের লাইসেন্স, চার্জিং স্টেশন স্থাপন এবং রেশনসহ বিনামূল্যে চিকিৎসা—এমন সাত দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবে গর্জে উঠলেন রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। শ্রমিকদের অধিকার আদায়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।