গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির: স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছানোর অঙ্গীকার
মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান জানান। তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে পরমতসহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তোলার ওপর জোর দেন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একটি বৈষম্যহীন সমাজ গঠনে একসঙ্গে কাজ করার জন্য তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন।