চট্টগ্রাম আদালতে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের ২৯ নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে। ঘটনায় হত্যা, পুলিশের কাজে বাধা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও পাঁচটি মামলা দায়ের করা হয়।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানানো হয়েছে, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় সন্দেহভাজন ছয়জনকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় ৩০ জনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।