রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কর্মসূচির ঘোষণা এবং নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের সেখানে অংশ নেওয়ার সম্ভাবনার প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। শনিবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাদ হোসেনের নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ঢাকা কলেজের নায়েম গলি থেকে শুরু হওয়া মিছিলটি সায়েন্সল্যাব মোড় ঘুরে নীলক্ষেত প্রদক্ষিণ করে ঢাকা কলেজের মূল ফটকে শেষ হয়। মিছিলে অংশগ্রহণ করেন ছাত্রদলের অন্তত দেড় শতাধিক নেতা-কর্মী। মিছিলের সময় ছাত্রদল নেতারা "ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও," "আমার সোনার বাংলায় শেখ হাসিনার ঠাঁই নাই," এবং "ছাত্রদল আসছে, রাজপথ কাঁপছে" সহ বিভিন্ন স্লোগান দেন।
ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাদ হোসেন বলেন, "গত ৫ আগস্ট জনগণের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হয়েছিলেন। আমরা শুনতে পাচ্ছি, স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা পুনরায় ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের স্বাধীনতার উপর আঘাত হানতে চায়। গুলিস্তানে কর্মসূচির মাধ্যমে এ ষড়যন্ত্রের শুরু ঘটাতে চায় তারা। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করতে ছাত্রদল এবং সাধারণ জনগণ তাদের এ অপচেষ্টা প্রতিহত করবে।"
ছাত্রদলের এ বিক্ষোভ রাজধানীতে নানা মহলে আলোড়ন সৃষ্টি করেছে, বিশেষত যেহেতু এতে নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ইঙ্গিত দিয়েছেন।