• 23 May, 2025

নওগাঁ মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের মানববন্ধন

নওগাঁ মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের মানববন্ধন

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জনবল রাজস্বকরণসহ ৫ দফা দাবি বাস্তবায়নে নওগাঁয় মানববন্ধন

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জনবল  রাজস্বকরণসহ পাঁচদফা দাবি বাস্তবায়নে  নওগাঁয় মানববন্ধন করেছে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকেরা আজ রোববার দুপুরে শহরের মুক্তির মোড় জেলা মডেল মসজিদের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার ১১ উপজেলার পাঁচ শতাধিক শিক্ষক-কর্মচারী  অংশ নেন।

IMG-20250323-WA0006
 

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষক-কর্মচারী ও কেয়ারটেকার ঐক্য পরিষদ নওগাঁ জেলা শাখা এই আয়োজন করে।মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার আশরাফুল ইসলাম, জামায়াতে ইসলাম বাংলাদেশ নওগাঁ পৌর কমিটির নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান ও উপজেলা জামাতের আমির অ্যাডভোকেট আসম আবু সায়েম শিক্ষকদের দাবির প্রতি একাত্বতা ঘোষণা করে  বক্তব্য রাখেন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে আরো বক্তব্য রাখেন ফিল্ড অফিসার তাওফিকুর রহমান ,,ফিল্ড সুপারভাইজার আকবর হোসেন, মডেল কেয়ারটেকার ওমর ফারুক, সাধারণ কেয়ারটেকার অহিদুল ইসলাম, শিক্ষক মাওলানা মোঃ মকবুল হোসেন, মাওলানা মোঃ শাহ আলম ও মাওলানা মোঃ শাহজাহান আলী।বক্তারা বলেন, দীর্ঘদিন  ধরে প্রকল্পটি চালু থাকলেও এটি স্থায়ী করা হয়নি। ফলে শিক্ষকরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এদিকে প্রকল্পের জনবলকে আউটসোর্সিং এর মাধ্যমে দেওয়ার পায়তারা চলছে। আবার আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুনভাবে নিয়োগ দিলে অভিজ্ঞ শিক্ষকরা বঞ্চিত হবেন এবং প্রকল্পের মূল উদ্দেশ্য বাধাগ্রস্ত হবে। মানববন্ধনে বক্তারা আরো বলেন, প্রকল্পের ৭টি পর্যায় সফলতার পরও জনবল রাজস্ব খাতভুক্ত করা হয়নি। জনগুরুত্বপূর্ণ প্রকল্পটি দীর্ঘ ৩২ বছর যাবত চলমান থাকলেও প্রকল্পে কর্মরত জনবলের মূল বেতন বছর বছর কখনো বৃদ্ধি করা হয়নি। তাই দ্রুত এই প্রকল্পটির জনবলকে রাজস্বখাতে স্থানান্তর, কর্মী, মডেল ও সাধারন কেয়ারটেকারদের স্কেলভিত্তিক বেতন প্রদান ও শিক্ষকদের বেতন বৃদ্ধিসহ আউটসোর্সিং ব্যতিরেকে প্রকল্পটি ঈদের পূর্বেই অনুমোদন করে বকেয়াসহ বেতন-বোনাস প্রদানের দাবি জানানো হয়।মানববন্ধন শেষে  পাঁচ দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর প্রদান করা হয়েছে।