• 23 Jan, 2025

আদানি গ্রুপের বিদ্যুৎ চুক্তি বাতিলে হাইকোর্টে রিট

আদানি গ্রুপের বিদ্যুৎ চুক্তি বাতিলে হাইকোর্টে রিট

আদানি গ্রুপের সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তিগুলো বাতিলের দাবিতে হাইকোর্টে রিট করা হয়েছে। এই চুক্তিগুলোর ন্যায়বিচার ও স্বচ্ছতার প্রশ্ন তুলে পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। শিগগিরই বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে রিটের শুনানি হবে।

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সম্পাদিত সব চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আবদুল কাইয়ুম এই রিট আবেদনটি দাখিল করেন।

এই রিটের শুনানি বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এর আগে, গত ৬ নভেম্বর বিদ্যুৎ খাতে আদানির সঙ্গে সম্পাদিত চুক্তিগুলোর ন্যায়বিচার ও স্বচ্ছতার দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন ওই আইনজীবী। নোটিশে, চুক্তিগুলোর একতরফা শর্তাবলী পুনর্বিবেচনা অথবা সম্পূর্ণভাবে বাতিল করার আহ্বান জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, তিন দিনের মধ্যে আদানি গ্রুপের সঙ্গে চুক্তি পুনর্বিবেচনার কার্যক্রম শুরু না হলে আদালতে রিট পিটিশন করা হবে। সেইসঙ্গে জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের নিয়ে একটি পর্যালোচনা কমিটি গঠনের সুপারিশ করেন তিনি, যারা চুক্তির বিস্তারিত পর্যালোচনা করে প্রতিবেদন জমা দেবেন। পিডিবি চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে লিগ্যাল নোটিশের উত্তর দেওয়ার জন্য তিন দিনের সময়সীমা নির্ধারণ করা হয়। নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ায় হাইকোর্টে এই রিট পিটিশন দায়ের করা হয়।

জানা গেছে, বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্তক্রমে গত ২৮ সেপ্টেম্বর জাতীয় পর্যালোচনা কমিটির সভায় দেশের ১১টি বিদ্যুৎকেন্দ্রের তথ্য-উপাত্ত সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়, যার মধ্যে আদানি গ্রুপের বিদ্যুৎ প্রকল্পও অন্তর্ভুক্ত রয়েছে। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ থেকে সংশ্লিষ্ট নথি সংগ্রহ করে কমিটিকে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, বিদ্যুৎ সংকট মোকাবিলার লক্ষ্যে ২০১৭ সালে আদানি গ্রুপের সঙ্গে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি করে বাংলাদেশ সরকার। এই চুক্তির আওতায় ভারতের ঝাড়খণ্ডে আদানির ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে সম্প্রতি এসব চুক্তির শর্ত নিয়ে বিতর্ক ও সমালোচনা শুরু হওয়ায় আইনি পদক্ষেপ নেওয়া হলো।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪