উত্তরের জেলা নওগাঁয় রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা এবং হিমেল বাতাসে তীব্র শীতের অনুভূতি বেড়ে গেছে।
বদলগাছী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মিজানুর রহমান জানান, শীতের তীব্রতা আরও বাড়তে পারে। গত কয়েকদিন ধরে ভোর থেকে রাত পর্যন্ত কুয়াশায় ঢেকে আছে জেলা, যার ফলে যানবাহনকে দিনেও লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। তীব্র শীতে খেটে খাওয়া মানুষ, রিকশা ও ভ্যানচালকরা বিপাকে পড়েছেন। পাশাপাশি শীতের প্রভাব পড়েছে আলু, সরিষা এবং রোপা-আমনের চাষাবাদেও। শীতজনিত রোগে শিশু ও বয়স্ক রোগীদের ভিড় বেড়েছে স্থানীয় হাসপাতালে।