রোম থেকে আসা বিমানে বোমার হুমকি, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ সেতু থেকে অটোরিকশাচালক সুজিত দাসের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্তে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহসহ গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ সেতুতে সুজিত দাস নামে এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে স্থানীয়রা সেতুর ওপর মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
নিহত সুজিত দাস (২৫) পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। তিনি উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের সোহাগ দাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪টার দিকে সৈয়দপুর এলাকার উদ্দেশে যাত্রী নিয়ে বের হন সুজিত। সন্ধ্যার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে রানীগঞ্জ সেতুতে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে জানায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্বৃত্তরা সুজিতকে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে। ঘটনাটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মখলিছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, "ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং গোয়েন্দা তৎপরতা শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"
ওসি আরও বলেন, "এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি, খুব শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।"
এদিকে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সুজিতের বাবা সোহাগ দাস বলেন, "আমার ছেলে সবার সঙ্গে ভালো ব্যবহার করত। কারও সঙ্গে তার শত্রুতা ছিল না। কেন এমন হলো, বুঝতে পারছি না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।"
স্থানীয় বাসিন্দারা এমন নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, সেতু এলাকার নিরাপত্তা বাড়াতে নিয়মিত পুলিশি টহল চালানো এবং দ্রুত অপরাধীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা।
প্রভাত সময় ২৪
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
বোমা হামলার হুমকি পাওয়া রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ৬ সদস্যের সামরিক প্রতিনিধিদল। লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে দলটি ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফর করে। সফরে দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।