বগুড়ায় মাকে হত্যার অভিযোগে অভিযুক্ত সাদ বিন আজিজুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমাইয়া সিদ্দিকা শুনানি শেষে জামিন আবেদন খারিজের আদেশ দেন। এর আগে গত ১০ নভেম্বর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় উম্মে সালমা নামের এক গৃহবধূকে হত্যার পর তার মরদেহ ডিপ ফ্রিজে রাখা হয়। এই ঘটনায় সাদ এবং তার বাবা আজিজুর রহমানকে আটক করে র্যাব। সাদের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ আনা হয়, যা তদন্তের জন্য তিন দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়।
তবে তদন্ত শেষে পুলিশ জানায়, উম্মে সালমার হত্যার সঙ্গে সাদের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। পরবর্তী সময়ে পুলিশ উম্মে সালমার বাড়ির ভাড়াটিয়া মাবিয়া সুলতানা ও তার দুই সহযোগী মোসলেম এবং সুমন চন্দ্র রবিদাসকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন।এ ঘটনায় পুলিশ সাদের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ প্রত্যাহার করলেও আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। আদালতের রায় অনুযায়ী সাদকে কারাগারে পাঠানো হয়েছে।