• 23 Jan, 2025

দায়িত্ব গ্রহণ করেই আহতদের পাশে খলিলুর রহমান, রোহিঙ্গা ইস্যুতে কাজের প্রত্যয়

দায়িত্ব গ্রহণ করেই আহতদের পাশে খলিলুর রহমান, রোহিঙ্গা ইস্যুতে কাজের প্রত্যয়

দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে যান খলিলুর রহমান। রোহিঙ্গা সমস্যার সমাধানে কাজের দৃঢ় প্রত্যাশা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি।

111
প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান আজ বুধবার দায়িত্ব গ্রহণের পরেই পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র–জনতার আন্দোলনে আহতদের কাছে যান | ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনে আহত ব্যক্তিদের পাশে দাঁড়াতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) যান প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান। বুধবার দায়িত্ব গ্রহণের পর নিয়মতান্ত্রিক কাজ সেরে তিনি সরাসরি আহতদের দেখতে যান।

আহতদের পাশে দাঁড়ানোর নৈতিক দায়

খলিলুর রহমান জানান, আহতদের দেখতে যাওয়া তাঁর নৈতিক দায়িত্ব। তিনি বলেন, “এই তরুণরা আন্দোলনের মুখচ্ছবি। তাঁদের অভিজ্ঞতা এবং ভাবনা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” পঙ্গু হাসপাতালে গিয়ে তিনি আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবার মান সম্পর্কে অবগত হন। আহতদের বেশিরভাগই চিকিৎসা ও সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

তবে আহতরা দুইটি বড় দুশ্চিন্তার কথা তুলে ধরেন। একদিকে, তাদের আয়ের অনিশ্চয়তা এবং পরিবারের ওপর আর্থিক চাপ। অন্যদিকে, যারা গুরুতরভাবে আহত হয়েছেন, তাদের কর্মসংস্থানের ভবিষ্যৎ। খলিলুর রহমান আহতদের প্রত্যাশা পূরণের জন্য যথাসাধ্য কাজ করার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, “আমাদের যারা এত কিছু করেছেন, তাঁদের ফেলে দেওয়া উচিত নয়। আমরা যদি একটি নতুন দিনের দিকে যাই, তাহলে তাঁদের জন্যও সেই নতুন দিনের পূর্ণ স্বাদ নিশ্চিত করতে হবে।”

রোহিঙ্গা সমস্যা সমাধানে অগ্রাধিকার

আহতদের সঙ্গে সাক্ষাৎ শেষে খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রোহিঙ্গা সমস্যার সমাধানে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনকে প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করে খলিলুর রহমান বলেন, “আমাদের লক্ষ্য একটাই, তা হলো রোহিঙ্গা শরণার্থীদের অধিকারসহ তাঁদের দেশে প্রত্যাবাসন নিশ্চিত করা।”

রোহিঙ্গা সমস্যার আন্তর্জাতিকীকরণে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গাদের ওপর একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের পরিকল্পনা চলছে। এটি গৃহীত হলে রোহিঙ্গা ইস্যুতে বিশ্বমঞ্চে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪