সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, আইনটি বাতিলের সঙ্গে সঙ্গে সব হয়রানিমূলক মামলাও রহিত হবে। তবে সাইবার অপরাধ বা হ্যাকিং সম্পর্কিত মামলাগুলোর বিচার অব্যাহত থাকবে।
ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিফ নজরুল। ছবি: পিআইডি
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও দেশ টিভি আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ অনুষ্ঠানে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্তের কথা জানান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ড. নজরুল বলেন, “এই আইনের মাধ্যমে হয়রানিমূলক যত মামলা দায়ের করা হয়েছে, সাইবার নিরাপত্তা আইন বাতিল হওয়ার সঙ্গে সেগুলোও বাতিল হবে।” তিনি আরও জানান, শুধুমাত্র হয়রানিমূলক মামলাগুলোর সমাপ্তি ঘটলেও, কম্পিউটার অপরাধ বা হ্যাকিং সম্পর্কিত মামলা চলমান থাকবে।
আইন উপদেষ্টা আরও বলেন, “আমরা প্রতিশ্রুতি দিয়েছি সাইবার নিরাপত্তা আইন বাতিলের। আইনের অধীনে যত হয়রানিমূলক মামলা রয়েছে, আইনটি বাতিল হলে সেগুলোও রহিত (বাতিল) হয়ে যাবে।” তবে তিনি উল্লেখ করেন যে, যে সমস্ত মামলার সঙ্গে সাইবার অপরাধ বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্রশ্ন যুক্ত রয়েছে সেগুলো বিচারের আওতায় থাকবে।
অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মুক্ত সাংবাদিকতার প্রয়োজনীয়তা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সাংবাদিকতার পেশা যেনো কখনো রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে প্রভাবিত না হয়, সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এসময় তিনি আরও বলেন, “অনেক সাংবাদিক নেতা আছেন যারা মূলত সাংবাদিকতা ছেড়ে ব্যক্তি ও পেশার স্বার্থে নিজেদের ক্ষমতা ব্যবহার করছেন। সাংবাদিকদের উচিত এমন নেতাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করা, যারা সাংবাদিকতার আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।”
সাংবাদিক, নেতাদের ভূমিকা ও তাদের দায়িত্বের উপর আলোকপাত করে তিনি বলেন, “কিছু পরিচিত মুখ সাংবাদিকতার আড়ালে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সাধারণ সাংবাদিকদের জিম্মি করে রেখেছেন। তারা কখনো সাংবাদিকদের প্রকৃত স্বার্থ রক্ষা করবেন না বরং নিজেদের ব্যক্তিগত স্বার্থেই কাজ করেন।”
অনুষ্ঠানের বিশেষ অতিথি পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত ইস্যুতে সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান।
ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ উপলক্ষে বিভিন্ন বিভাগে সম্মানজনক পুরস্কার প্রদান করা হয়। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন মাধ্যমসহ সবার জন্য উন্মুক্ত ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে। প্রিন্ট মিডিয়া বিভাগে প্রথম পুরস্কার পান মাহমুদুল হাসান নয়ন, দ্বিতীয় পুরস্কার পান আহসান হাবিব রাসেল। ইলেকট্রনিক মিডিয়া বিভাগে প্রথম স্থান অর্জন করেন মুহাম্মদ আরাফাত মোমেন আদিত্য, এবং অনলাইন ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন ইয়াসির আরাফাত রিপন।
ড. আসিফ নজরুল আরো বলেন, “সাংবাদিকরা যেন কখনোই কোনো ফ্যাসিস্ট সরকারকে প্রকাশ্যে সমর্থন দিয়ে সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান না নেন। যারা অবৈধ নির্বাচন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করেন, তাদেরকে সাংবাদিকতার মূলনীতির বাইরে বলে বিবেচনা করা হবে।”
অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি শুকুর আলী শুভ তার বক্তব্যে বলেন, “সাংবাদিকতার পেশায় যারা আছেন, তাদের উচিত নিজেদের স্বাধীনতা বজায় রাখা এবং সমাজের কল্যাণে কাজ করা। আমাদের পেশায় যারা অনৈতিক সুবিধা গ্রহণে আগ্রহী, তাদের চিনতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।”
এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সাংবাদিকতার মূল নীতিকে প্রতিষ্ঠা ও সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তাঁর বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফাইজ তাইয়েব আহমেদ। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ড. ইউনূস অপরিহার্য।