রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি হবে আগামী ২ জানুয়ারি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে এ শুনানি হওয়ার কথা ছিল। তবে চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় শুনানি স্থগিত রেখে নতুন তারিখ নির্ধারণ করেন বিচারক।
চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (ক্রাইম) মো. রইস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বর্তমান পরিস্থিতি ও পরবর্তী শুনানির জন্য সংশ্লিষ্ট আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনায় চিন্ময়ের পক্ষে কোনো আইনি প্রতিরক্ষা গড়ে না ওঠায় মামলাটি নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে। আদালত আগামী শুনানির দিন নির্ধারণ করে এ বিষয়ে কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গেছে।