• 23 Jan, 2025

রিয়াজ হত্যা মামলায় ওবায়দুল কাদেরের পিএস মতিন তিন দিনের রিমান্ডে

রিয়াজ হত্যা মামলায় ওবায়দুল কাদেরের পিএস মতিন তিন দিনের রিমান্ডে

কেরানীগঞ্জে ছাত্র রিয়াজ হত্যার মামলায় ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিন হাওলাদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ, যেখানে তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

mkader-20241111210124-20241112152941
ওবায়দুল কাদেরের পিএস আব্দুল মতিন  ছবিঃ সংগৃহীত  

ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী রিয়াজ হোসেন হত্যার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুল মতিন হাওলাদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর ইলিয়াস হোসেন সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে, শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ তার জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, সোমবার (১১ নভেম্বর) ভোরে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর থেকে তাকে গ্রেফতার করা হয় এবং রিয়াজ হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে আটক দেখানো হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই আরশিনগরে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ইস্পাহানি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিয়াজ হোসেন (২১) মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার চাচা রমজান আলী শওকত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪